শিয়ালদা এলাকায় এটিএম প্রতারণার অভিযোগে গ্রেফতার গয়ার বাসিন্দা দুই যুবক
রোমানিয়ান গ্যাং এর পর এবার জালে বিহারের গয়া গ্যাং। শিয়ালদা এলাকায় এটিএম প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার বিহারের গয়ার বাসিন্দা দুই যুবক। ধৃত ২ জন যাদবপুর ও তিলজলায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।