লকডাউন নয়, সচেতনতাই বাঁচাতে পারে করোনা থেকে, মত চিকিৎসক শিবব্রত বন্দোপাধ্যায়ের
Continues below advertisement
পঞ্চম দফার লকডাউনে শর্তসাপেক্ষে ছাড় অনেক ক্ষেত্রেই। এপ্রসঙ্গে চিকিৎসক শিবব্রত বন্দোপাধ্যায় বলেন, "করোনা থেকে আমাদের বাঁচাতে পারে একমাত্র জনসচেতনতা।" তিনি আরও জানান, পঞ্চম অধ্যায়ের লকডাউন অবশ্যই প্রথম অধ্যায়ের লকডাউনের মতো হবে না, এবং লকডাউন তুলতে প্রয়োজন একটি সুনির্দিষ্ট পদ্ধতি।
Continues below advertisement
Tags :
Sibabrata Bandopadhyay Lockdown For 1 Month Lockdown 5.0 Guidelines Lockdown 5.0 Unlock 1.0 Lockdown Extended Abp Ananda Coronavirus Update