মাঝেরহাটে বেইলি ব্রিজের রেলগেট ভেঙে বিপত্তি, যানজটে হয়রান মানুষ
Continues below advertisement
বেইলি ব্রিজের রেলগেট ভেঙে বিপত্তি। আজ সকালে এর জেরে ব্যাপক যানজট হয় ওই এলাকায়। পূর্ত দফতর সূত্রে খবর, মাঝেরহাট ব্রিজের অ্যাপ্রোচ রোডের কাজ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শেষ হওয়ার কথা। কিন্তু মাঝেরহাটে ট্রেন লাইনের ওপরের অংশে ব্রিজ তৈরির অনুমতি এখনও মেলেনি রেলের কাছ থেকে। ফলে কবে তৈরি হবে মাঝেরহাট ব্রিজ, যানযন্ত্রণা মিটবে কবে, তার কোনও সদুত্তর নেই।
Continues below advertisement