পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বিডিও-র করোনা, বন্ধ দফতরের কাজকর্ম
এবার করোনার থাবা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির প্রশাসনিক ভবনে। আক্রান্ত বিডিও। প্রশাসনিক সূত্রে খবর, এক মাসের ছুটিতে কলকাতায় ছিলেন তিনি। গতকাল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বন্ধ বিডিও অফিসের কাজকর্ম।
Tags :
BDO Of Keshiary ABP News Live Bengali Corona Update ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda West Midnapore