করোনার বিরুদ্ধে লড়াই, হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র পেতে চলেছে বেঙ্গল কেমিক্যালস
এবার রাজ্যেও তৈরি হতে চলেছে হাইড্রক্সি ক্লোরোকুইন?ড্রাগ কন্ট্রোলের অনুমতি পেতে চলেছে বেঙ্গল কেমিক্যালস, খবর সূত্রের।হাইড্রক্সি ক্লোরোকুইন তৈরির ছাড়পত্র পেতে রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে আবেদন বেঙ্গল কেমিক্যালসের।মিটতে চলেছে ওষুধের কাঁচামালের সমস্যা, খবর ড্রাগ কন্ট্রোল সূত্র।প্রথম পর্যায়ে ২ কোটি ট্যাবলেট তৈরির লক্ষ্যমাত্রা।আগে শুধু ক্লোরোকুইন তৈরি করত বেঙ্গল কেমিক্যালস
Tags :
HCQ Bengal Chemicals Coronavirus Medicine Coronavirus Latest News Hydroxychloroquine Abp Ananda Covid-19