BGBS: 'দিদির ভাইরা সিন্ডিকেট-কাটমানির নামে শিল্পপতিদের লুটছে', মন্তব্য দিলীপের।Bangla News
Continues below advertisement
ফের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনতে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'এ রাজ্যে শিল্পের অন্তর্জলী যাত্রা হয়ে গেছে। যে শিল্পপতিদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee), সেটা উনি করতে পারছেন না। তাঁর ভাইয়েরা সিন্ডিকেটের নামে, কাটমানির নামে কোনও ব্যবসা ও কোনও শিল্প হতে দিচ্ছে না। সব উঠে যাচ্ছে সকাল থেকে তৃণমূলের লোকেরা বোম-বন্দুক নিয়ে ছুটছে। ব্যবসায়ীকে মারছে। কে ব্যবসা করতে আসবে এখানে? উনি চান না আর্ন্তজাতিক শিল্প ব্যবসায়ীরা এখানে আসুন।' মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির।
Continues below advertisement
Tags :
Dilip Ghosh BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Dilip Ghosh Morning Walk Dilip Ghosh News Dilip Ghosh Interview BJP News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Dilip Ghosh Bjp Dilip Ghosh Today Dilip Ghosh Latest News Dilip Ghosh Abp Ananda