'আামি কোথাও গেলেই তৃণমূল ভয় পেয়ে যাচ্ছে' রাজারহাটে 'হামলা'র ঘটনায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
Continues below advertisement
রাজারহাটে দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ। রাজারহাটে প্রাতঃভ্রমণে যান তিনি। সেখানেই তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। তিনি জানান, বাজারে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। চেয়ার ভেঙে ফেলা হয়, ভাঙা হয় গাড়ির কাঁচও। এই হামলা নতুন নয়। সামান্যতম গণতন্ত্র নেই, শাসকদকলকে নিশানা দিলীপের।
Continues below advertisement
Tags :
Dilip Ghosh Attack ABP News Live Bengali Rajarhat ABP Ananda LIVE BJP State President Abp Ananda BJP TMC Dilip Ghosh