অর্জুন সিংহের গড়ে ১৯-০-য় ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল

Continues below advertisement
রাজ্যের একমাত্র পুরসভাও হাতছাড়া বিজেপির। অর্জুন সিংহের গড়ে ১৯-০-য় ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল। পুরপ্রধান সৌরভ সিংহর বিরুদ্ধে আজ অনাস্থা বৈঠক ডাকেন ৩ তৃণমূল কাউন্সিলর। ভোটাভুটিতে ১৯-০-য় জয়ী হয় শাসকদল। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, পুরপ্রধান সৌরভ সিংহ ২০ জানুয়ারি অনাস্থা নিয়ে বৈঠক ডাকলেও, নিয়ম ভেঙে তার আগে ২ জানুয়ারি, বৈঠক ডেকেছে তৃণমূল। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তৃণমূলের পাল্টা দাবি, গত ৬ ডিসেম্বর বিজেপি শাসিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। পুর আইন অনুযায়ী, ১৫ দিনের মেয়াদ শেষ হওয়ার পরেও পুরপ্রধান বা উপ পুরপ্রধান বৈঠক ডাকেননি। তাই তৃণমূলের ৩ কাউন্সিলর বৈঠক ডেকেছেন
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram