দিলীপ ঘোষের উপর হামলা, প্রতিবাদে বিজেপির নবান্ন অভিযানে পুলিশের বাধা
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বিজেপির নবান্ন অভিযান। দ্বিতীয় হুগলি সেতুতে আটকাল পুলিশ। বুধবার সকালে দিলীপ ঘোষের উপর যে হামলা হয়, তারই প্রতিবাদে রাকেশ সিংহের নেতৃত্বে এদিন বিজেপি কর্মীরা নবান্নের দিকে এগোতে থাকে। পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের বাদানুবাদ হয়।
Tags :
2nd Hooghly Bridge Dilip Ghosh Attacked Attack On Dilip Ghosh ABP Live Abp Ananda Police Nabanna BJP Dilip Ghosh