মেখলিগঞ্জে স্কুলে ঢুকে দুই নাবালিকাকে নির্যাতনের অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে
Continues below advertisement
প্রাথমিক স্কুলের পড়ুয়া দুই নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের মেখলিগঞ্জের খড়খড়িয়া এলাকায় উত্তেজনা। অভিযুক্ত বিসএসএফ জওয়ানকে আটকে রেখে বিক্ষোভ, মারধরের অভিযোগ। আটক অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে স্কুলে নেতাজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল প্রাথমিকের পড়ুয়া দুই নাবালিকা। অভিযোগ, রাস্তায় তাদের শারীরিক নির্যাতন করেন ওই বিএসএফ জওয়ান। ঘটনা জানাজানি হতেই ক্ষুদ্ধ গ্রামবাসীরা অভিযুক্ত জওয়ানকে আটকে রেখে বিক্ষোভ দেখান, মারধরও করা হয় বলে অভিযোগ। পরে ওই জওয়ানকে আটক করে পুলিশ। বিএসএফ কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
Continues below advertisement