নানাভাবে ভয় দেখানো চলছে, মানুষ আতঙ্কে ভুগছেন: মমতা
Continues below advertisement
কেউ কিছু জিজ্ঞাসা করতে এলে পুরোটা বলবেন না। কিছু জমা রাখতে বললে, রাখবেন না। আমি সরাসরি কিছু বললে, তখনই শুনবেন। রানাঘাটে এনপিআর নিয়ে হুঁশিয়ারি মমতার।
এত দিন ভোট দিয়েছেন, তাও নাগরিকত্ব প্রমাণ করতে হবে? বাঙালি মানেই বলা হচ্ছে অনুপ্রবেশকারী? দিল্লি-কর্ণাটক-উত্তরপ্রদেশ থেকে কেন তাড়ানো হচ্ছে বাঙালিদের? রানাঘাটের সভা থেকে প্রশ্ন মমতার।
নানাভাবে মানুষকে ভয় দেখানো চলছে। মানুষ আতঙ্কে ভুগছেন। রেশন কার্ড, বাড়ির সার্টিফিকেট তুলতে মানুষের লাইন। অসমে ১০০ জন এনআরসি আতঙ্কে মারা গিয়েছেন। রাজ্যেও আতঙ্কে ৩০ জনের উপর মারা গিয়েছেন। রানাঘাটের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতার।
Continues below advertisement
Tags :
Manata Banerjee Abp Ananda Anti CAA Protest Citizenship Amendment Act 2019 Anti CAA-NRC Protest CAA Protest CAA 2019