নাগরিকত্ব সংশোধনী আইন: জেলায় জেলায় প্রতিবাদ-বিক্ষোভ, শান্তির আবেদন মুখ্যমন্ত্রীর, শুরু তৃণমূল-বিজেপি চাপানউতোর
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও একাধিক জেলায় বিক্ষোভ। স্টেশন, ট্রেনে আগুন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আক্রান্ত হল পুলিশও! এদিকে এই ঘটনার দায় নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। প্ররোচনায় পা না দেওয়ার আবেদন বাম-কংগ্রেসের
Tags :
CAB Protest CAB 2019 Citizens Ammendment Bill Citizens Ammendment Bill 2019 CAB Protest In Bengal Cab Abp Ananda