রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ: ট্রেন লক্ষ্য করে পাথর উলুবেড়িয়ায়, আহত চালক, রেল পুলিশ
রেল অবরোধ, ট্রেন লক্ষ্য করে ছোড়া হচ্ছে পাথর। স্টেশনে থমকে দূরপাল্লার ট্রেন। জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ হাওড়ার উলুবেড়িয়ায়। প্রথমে বিক্ষোভ শুরু হয় ৬ নম্বর জাতীয় সড়কে। টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। ঘণ্টা দুয়েক অবরোধ চলার পর উলুবেড়িয়া স্টেশনে শুরু হয় অবরোধ। অভিযোগ, বিক্ষোভকারীদের ছোড়া পাথরে জখম হন আপ করমণ্ডল এক্সপ্রেসের চালক ও রেল পুলিশের এক কর্মী। রেল অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। আপ ও ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন। রেল সূত্রে খবর,উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আপ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস এবং আপ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। চেঙ্গাইল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আপ মুম্বই মেল। বাগনান স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ডাউন যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস এবং ডাউন হায়দরাবাদ-হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস
Tags :
Uluberia Rail Station Vandalised Citizenship Ammendment BIll CAB Protest CAB Protest In Bengal Uluberia Cab Abp Ananda West Bengal