রেলের সদস্যপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ, মুকুল রায়ের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

Continues below advertisement
রেলের সদস্যপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ মামলায় মুকুল রায়ের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। আদালতে অ্যাডভোকেট জেনারেল জানান, এনিয়ে গত শুক্রবার বিশেষ তদন্তকারী দল, সিট গঠন করা হয়েছে। আদালতে উপযুক্ত তথ্যপ্রমাণ পেশের জন্য দিল্লি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা প্রয়োজন। এর জন্য সময় লাগবে। এরপরই এই মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর। বেহালার সরশুনার বাসিন্দা ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটি-র সদস্যপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় প্রায় ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সেই ঘটনায় এফআইআর-এ নাম রয়েছে প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়েরও।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram