সিবিএসই-র সিলেবাস বদল নিয়ে কী বলছেন শ্রীশিক্ষায়তন স্কুলের মহাসচিব?
সিবিএসই-র সিলেবাসে রদবদল। সিলেবাস থেকে বাদ পড়ল ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, নাগরিকত্ব। বাদ পড়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থেকে ভারতের বিদেশনীতি। শ্রীশিক্ষায়তন স্কুলের মহাসচিব ব্রততী ভট্টাচার্য এপ্রসঙ্গে জানান, সিবিএসই থেকে বলা হয়েছে যে সিলেবাস থেকে ৩০ শতাংশ বিষয় বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে নাগরিকত্ব। তবে বিষয়টি সম্বন্ধে ধারণা দেওয়া হবে, কিন্তু সেই বিষয়েও কোনও পরীক্ষা নেওয়া হবে না।
Tags :
New Syllabus Of CBSE Shri Shikshayatan School Foreign Policy ABP News Live Bengali CBSE Syllabus Federalism ABP Ananda LIVE Cbse Abp Ananda