মেলেনি আঘাতের চিহ্ন, বিষক্রিয়াতেই মৃত্যু চোপড়ার কিশোরীর, বলছে ময়নাতদন্তের রিপোর্ট
চোপড়ায় কিশোরীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। দেহের অঙ্গপ্রত্যঙ্গে কোনও আঘাতের চিহ্ন নেই। এমনটাই জানা যাচ্ছে চোপড়ার কিশোরীর ময়নাতদন্তের রিপোর্টে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনই নয়। দেহের কিছু অংশের হবে রাসায়নিক পরীক্ষা।
Tags :
Chemical Test BJP Leaders In Chopra Death In Chopra Uttar Dinajpur ABP News Live Bengali Chopra Postmortem Report ABP Ananda LIVE Abp Ananda BJP