রেশন নিয়ে অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সরানো হল খাদ্যসচিবকে
Continues below advertisement
লকডাউনের মধ্যে দরিদ্র মানুষকে যাতে অভুক্ত না থাকতে হয় সেই জন্যে বিনামূল্যে রেশন দেবার কথা ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্য। কিন্তু প্রশ্ন উঠছে, দরিদ্র মানুষের কাছে সেই রেশন পৌঁছেছে কি? কারণ রেশন বিলি নিয়ে অনেক জায়গা থেকেই উঠছে অনিয়মের অভিযোগ। কেন্দ্র জানিয়েছিল, ৩ মাস ৮০ কোটি দরিদ্র পরিবারকে বাড়তি কেজি চাল বা আটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে রেশনে যাঁরা আগে দু’টাকা কেজি দরে চাল পেতেন, আগামী সেপ্টেম্বর তাঁদের সবাই বিনামূল্যে মাসে জনপ্রতি পাঁচ কেজি করে চাল পাবেন।কিন্তু এরপরেও বিভিন্ন জেলা থেকে রেশন বিলি নিয়ে অনিয়মের অভিযোগ আসেয় ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয় খাদ্য দফতরের প্রধান সচিব মনোজ অগ্রবালকে। শুক্রবার ডিএম, এসপি-দের বৈঠকে মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিশ সুপারদের এই রেশন বিলি তদারকি করার নির্দেশ দিয়েছেন।
Continues below advertisement
Tags :
Manoj Agarwal State Food And Civil Supplies Department Secretary Food Secretory Black Marketing In Ration Mamata Bandopadhyay Ration Coronavirus Updates In West Bengal State Government Abp Ananda CM Central Government