করোনা নিয়ে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে যুবক, পথ অবরোধ স্থানীয়দের, পেটাল পুলিশ
Continues below advertisement
হোম আইসোলেশনে থাকার নির্দেশ উপেক্ষা করে করোনা আক্রান্তের যত্রতত্র ঘুরে বেড়ানোর অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির সাহেবপুরে উত্তেজনা। পথ অবরোধ স্থানীয়দের। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। পুলিশ সূত্রে খবর, ৮ জুলাই এলাকার এক যুবকের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোম আইসোলেশনে থাকার নির্দেশ উপেক্ষা করে এলাকায় অবাধে ঘুরছেন আক্রান্ত যুবক ও তাঁর পরিবারের সদস্যরা। এর প্রতিবাদে এদিন কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বারুইপুর-চম্পাহাটি রোডের বাঘের মোড়ে টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে পথ অবরোধ করেন স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
Continues below advertisement