এসি বাসের বদ্ধ পরিসরেও ছড়াতে পারে করোনা সংক্রমণ!
Continues below advertisement
এসি বাসের বদ্ধ পরিসরে রয়েছে করোনা সংক্রমণের শঙ্কা। বিশেষজ্ঞদের মতে, বাসে কোনও উপসর্গহীন করোনা আক্রান্ত থাকলে এবং তার ড্রপলেট এসির হাওয়ায় ভেসে বেড়ালে অন্য যাত্রীদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। চিনে এমন একটি ঘটনাও ঘটেছে।
Continues below advertisement
Tags :
Corona From AC Bus AC Bus ABP News Live Bengali Corona Infection ABP Ananda LIVE Corona Abp Ananda Coronavirus