'রাজ্যে করোনায় মৃত্যুর হার ১৩.২ শতাংশ, 'নজরদারি ও চিহ্নিতকরণের অভাব স্পষ্ট', মুখ্যসচিবকে কড়া চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

রাজ্য়ের মুখ্যসচিবকে কড়া চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের। রাজ্যে যে দুটি দল এসেছিল, তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই চিঠি বলে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘রাজ্যে করোনায় মৃত্যুর হার ১৩.২ শতাংশ। যে কোনও রাজ্যের তুলনায় বেশি।’ চিঠিতে বলা হয়েছে, ‘নজরদারি ও চিহ্নিতকরণের অভাব স্পষ্ট।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের চিঠিতে বলা হয়েছে, জনবহুল এলাকায় আরও পরীক্ষার প্রয়োজন। বিশেষ করে, কলকাতা ও হাওড়ায় বারবার লকডাউন অমান্যের ঘটনা সামনে এসেছে। কয়েকটি গোষ্ঠী কিছু এলাকায় লকডাউন অমান্য করছে। লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশও। লকডাউন কার্যকর নিয়েও অসন্তোষ রয়েছে চিঠিতে। বলা হয়েছে, ‘বাজারগুলিতে উপচে পড়ছে ভিড়। মাস্ক ছাড়াই অবাধে রাস্তায় ঘোরাঘুরি চলছে। নজরদারি ও চিহ্নিতকরণের অভাব স্পষ্ট।’ বলা হয়েছে, ‘করোনা আক্রান্ত খুঁজে পেতে নজরদারির অভাব।চিকিৎসক ও নার্সদের উপযুক্ত মানের সুরক্ষা সামগ্রী পিপিই ও এন-৯৫ মাস্ক দিতে হবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola