কলকাতায় ৩৯৬ জনের রক্তে আইজিজি পরীক্ষায় ৫৭ জন করোনা পজিটিভ, আইসিএমআরের রিপোর্টে উদ্বেগ
Continues below advertisement
রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৬ হাজার ৭১১। একদিনে সংক্রমিত ৫২১, মৃত ১৩। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৯। সুস্থতার হার ৬৪.৫৬ শতাংশ। অন্যদিকে আইসিএমআরের সেরো সার্ভে রিপোর্টে উদ্বেগ। কলকাতায় ৩৯৬ জনের রক্তে আইজিজি পরীক্ষা হয়। এই ৩৯৬ জনের মধ্যে ৫৭ জনই করোনা পজিটিভ। সংগৃহীত নমুনার শতাংশের নিরিখে যা ১৪.৩৯। দক্ষিণ ২৪ পরগনায় ৪০০ জনের রক্তের আইজিজি পরীক্ষা করা হয়। যার মধ্যে ১০ জন করোনা পজিটিভ। পশ্চিমবঙ্গের ৬ টি জায়গায় এই পরীক্ষা করা হয়।
Continues below advertisement
Tags :
ABP News Live Bengali Sero-survey ICMR ABP Ananda LIVE Corona In Bengal Corona In India Abp Ananda Kolkata Coronavirus Covid-19