উত্তর দিনাজপুরে করোনার থাবা, কলকাতার তপসিয়া থেকে বাড়ি ফিরে আক্রান্ত ৩
Continues below advertisement
এবার উত্তর দিনাজপুরে করোনার থাবা। আক্রান্ত ৩। জেলা প্রশাসন সূত্রে খবর, এদের মধ্যে একজন হেমতাবাদের রনহট্টা ও বাকি ২ জন রায়গঞ্জের শ্যামপুর ও শেরপুর এলাকার বাসিন্দা। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার, এই তিনজন কলকাতার তপসিয়া থেকে বাড়ি ফেরেন। তাঁদের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন, তিনজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের কর্ণজোড়ার কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। এদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
Continues below advertisement
Tags :
Corona In West Bengal DISTRICT NEWS Corona Cases In Bengal ABP Live Corona North Dinajpur Abp Ananda Covid-19