Corona: করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের নিরিখে প্রথম স্থানে বাংলা । Bangla News

Continues below advertisement


উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের (Corona Weekly Positive Rate) নিরিখে প্রথম স্থানে উঠে এল বাংলা (West Bengal)! মহারাষ্ট্র (Maharashtra), দিল্লিকে (Delhi) ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩২ শতাংশের বেশি! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন (District Of Concern) কলকাতায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬০ শতাংশেরও বেশি! যা দেশের সমস্ত জেলার মধ্যে সর্বোচ্চ! দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাও ২ লক্ষের দোরগোড়ায়!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram