প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে দেশজুড়ে শুরু জনতা কার্ফু, সকালে কেমন কলকাতার ছবিটা?

Continues below advertisement

করোনা সংক্রমণ রুখতে আজ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গোটা দেশজুড়ে জনতা কার্ফু। সতর্ক রাজ্য। রাস্তায় কম নামবে বেসরকারি বাস। তবে পরিবহণ দফতর সূত্রে খবর, জরুরি প্রয়োজনে যাঁরা রাস্তায় বেরোবেন তাঁদের কথা ভেবে চালানো হবে সরকারি বাস। রাস্তায় ট্যাক্সিও কম থাকবে বলে জানা গিয়েছে।
সকাল থেকে শুনসান শ্যামবাজার পাঁচমাথার মোড়। লোকজন নেই। দেখা মেলেনি গণ পরিবহণেরও। কাছেই আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাই কয়েকটি অ্যাম্বুল্যান্সকে চলাচল করতে দেখা যায়।
স্তব্ধ উল্টোডাঙা মোড়। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে রাস্তায় বেরিয়েছেন কয়েকজন। কয়েকটি বাস-ট্যাক্সিকে রাস্তায় দেখা গিয়েছে। তবে তা ছিল ফাঁকা।
শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর। শুনশান। দূরপাল্লার বাসে চড়ে কলকাতায় পৌঁছেছেন কয়েকজন যাত্রী। কিন্তু তাঁদের সংখ্যা নেহাতই কম।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram