ট্রেনের সংখ্যা বাড়ান, গাদাগাদি করে পাঠাবেন না, শ্রমিক এক্সপ্রেসের নামে করোনা এক্সপ্রেস চালাচ্ছেন!,তোপ মুখ্যমন্ত্রীর
Continues below advertisement
"সোশ্যাল মিডিয়াতে অনেকে ভুয়ো খবর ছড়ায়| বেশি জ্বর হলে কোভিড হাসপাতালে যান| ভাইরাসের কোনো সম্প্রদায় নেই| বগি বাড়ান, ট্রেনের সংখ্যা বাড়ান, গাদাগাদি করে শ্রমিকদের পাঠাবেন না, শ্রমিক এক্সপ্রেসের নাম করোনা এক্সপ্রেস চলছে" তোপ মুখ্যমন্ত্রীর| বললেন, "রাজ্যে কারোর আসা নিয়েই আমার আপত্তি নেই, রাজ্য ভাড়া দিচ্ছে, কিন্তু হটস্পট রাজ্যে থেকে বিনা জল-খাবারে শ্রমিকদের গাদাগাদি করে ট্রেনে তুলে পাঠাচ্ছেন| শ্রমিক এক্সপ্রেসের ১০ বছর আগে আমি নিজে ২৫ টি বগির ব্যবস্থা করেছিলাম|"
Continues below advertisement
Tags :
West Bengal Migrant Worker Migrant Worker Special Train ABP Live Indian Railways Abp Ananda Mamata Banerjee