জনতা কার্ফু: কোন কোন ট্রেন বাতিল? চলবে কি মেট্রো?
Continues below advertisement
করোনা মোকাবিলায় কাল জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষিতে আজ রাত বারোটার পর থেকে কাল রাত দশটা পর্যন্ত ট্রেন চলাচলে কোপ। কোনও প্যাসেঞ্জার ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। ভোর চারটের পর কোনও মেল বা এক্সপ্রেস ট্রেন ছাড়ার পক্ষপাতী নয় তারা। এই সময় যাত্রীদের ভিড় দেখে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাড়া হয়েছে সংশ্লিষ্ট জোনের উপর। কাল বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে।মেট্রো চলাচল নিয়ে এখনও পর্যন্ত নতুন কোনও নির্দেশিকা জারি করেনি কর্তৃপক্ষ। করোনার আবহে এপর্যন্ত দেশ জুড়ে বাতিল হয়েছে আড়াইশো জোড়া ট্রেন।
Continues below advertisement
Tags :
Train Cancel In India Two Positive Corona Case Corona In Delhi Corona In Lucknow Corona Virus In India China Corona Union Health Minister Janata Curfew Harsh Vardhan Corona Indian Railways Abp Ananda Coronavirus Narendra Modi PM Modi