দুর্নীতির অভিযোগ! ত্রাণের ২০ হাজার টাকা ফেরালেন তৃণমূল নেতা
ঘূর্ণিঝড়-ত্রাণে দুর্নীতির অভিযোগ ওঠায় টাকা ফেরালেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। উত্তর ২৪ পরগনার বনগাঁর ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, এক ক্ষতিগ্রস্তের হয়ে টাকা তুলে নেন তৃণমূল সদস্য মানস ভট্টাচার্য।
এনিয়ে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। বিডিও-র কাছে ক্ষতিপূরণের টাকা ফেরত দেন তৃণমূল সদস্য। তাঁর দাবি, আবেদনকারীর প্রয়োজনীয় কাগজ না থাকায়, তাঁর হয়ে তিনি ত্রাণের টাকা নেন। কিন্তু দলীয় নির্দেশের পর, সেই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত। বিজেপির কটাক্ষ, ঘূর্ণিঝড়-ত্রাণে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হল।