Covid: দেশে ফের বাড়ছে দৈনিক সংক্রমণ, 'আরও শক্তিশালী টিকাকরণ কর্মসূচি প্রয়োজন', মত দীপেন্দ্র সরকারের।Bangla News

"সমগ্র পৃথিবীর ক্ষেত্র থেকে বিচার করলে বোঝা ‌যাবে আমরা কোভিড নির্মূল করার কা‌জ শুরু করিনি। কোভিড মুক্ত (Covid Free) পৃথিবী সম্ভব নয়। এইভাবে আক্রান্তের সংখ্যা বাড়বে-কমবে। শুধু মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে হবে। এর জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল টিকাকরণ(Vaccination)। বর্তমানে মধ্যবয়সীদের টিকাকরণের ‌যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচি আরও শক্তিশালী করলে সংক্রমণের হার  বাড়লেও, মৃত্যু বাড়বে না। বললেন চিকিৎসক দীপেন্দ্র সরকার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola