Cyclone Jawad: ঝড়ের আশঙ্কায় তৎপর কাকদ্বীপ প্রশাসন, হুগলিতে রবিবার পর্যন্ত বন্ধ ফেরি পরিষেবা | Bangla News
এযাত্রায় ফাঁড়া কাটল বাংলার। বাংলায় দুর্যোগের আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা নেই। পুরীর দিকে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় জওয়াদ (Cyclone Jawad)। পুরীতে ঢোকার আগেই শক্তি হারাবে জওয়াদ। কাকদ্বীপে আগাম সতর্ক প্রশাসন। কড়া নজর রাখছে প্রশাসন। রাতেও জেটির ওপর নজরদারি চালাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
এদিকে, ঘূর্ণিঝড় জওয়াদ-এর আতঙ্কে কাঁপছে অন্ধ্র-ওড়িশা, বহু ট্রেন বাতিল। হাওড়া (Howrah), পুরী (Puri), বিশাখাপত্তনম থেকে ৭৫টি ট্রেন বাতিল। আজ ৩৬টি ট্রেন বাতিল, কাল-পরশু বাতিল আরও ৩৮টি ট্রেন।
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় জলপথে যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে আজ থেকে রবিবার পর্যন্ত হুগলি (Hooghly) জেলার সমস্ত ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাংশের সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ বন্ধ থাকবে। পাশাপাশি হুগলির গ্রামীণ এলাকাগুলিতে শুরু হয়েছে মাইকে প্রচার।