Cyclone Jawad: আজ রাতেই 'জওয়াদ'-র সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা | Bangla News
শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত ‘জওয়াদ’ (Jawad)। গভীর নিম্নচাপ হয়ে পুরীর (Puri) কাছাকাছি পৌঁছল জওয়াদ। পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও জওয়াদের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিক ধরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে জওয়াদ। আজ মাঝরাতে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আজ ও কাল দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও কাল দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত ৬ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। সোমবার পর্যন্ত বন্ধ থাকবে ফেরি পরিষেবা। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।