'বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের কোনও ব্যবস্থা নেই, নিজের পরিবারের লোক নেই, তাই ব্যথা কম!' মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপ ঘোষের
Continues below advertisement
"মুসলিম সমাজের হিতৈষী বলে দাবি করা মুখ্যমন্ত্রীই মুসলিম শ্রমিকদের রাজ্যে আসতে দিচ্ছেন না", তোপ দিলীপ ঘোষের| তিনি বলেছেন, ''শ্রমিক ট্রেন বাংলায় আসা প্রসঙ্গে ওড়িশার উদাহরণ তুলে আরও বলেন, বাকি রাজ্য সামলাতে পারলে পশ্চিমবঙ্গ ঘরের ছেলেদের ফেরাতে পারবেনা কেন? কেন্দ্রের দোষ দিলে হবে না| ভাষণ দেওয়ার সময় এগিয়ে বাংলা, রাজনীতিতে এগিয়ে বাংলা কিন্তু কাজের সময় পিছিয়ে বাংলা| সংবাদমাধ্যমকে সত্য প্রকাশে বাধা| সচিবদের ঘাড়ে দোষ দিয়ে তাঁবেদারদের নিয়ে রাজ্য শাসন চলছে আর বিপদের পড়লেই মমতা বন্দ্যোপাধ্যায় ইমোশনাল কথা বলছেন''|
Continues below advertisement
Tags :
Train To West Bengal Migrant Worker News Lockdown Update Sramik Special Train ABP Live Abp Ananda Dilip Ghosh Mamata Banerjee