Bengal District News: সেফ হোম তৈরি হচ্ছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী গ্লেনারিজে
সংক্রমণ রুখতে পদক্ষেপ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় কৃষক বাজারকে ৬০ শয্যা বিশিষ্ট সেফ হোমে পরিণত করেছে ব্লক স্বাস্থ্য দফতর। 'মুখ্যমন্ত্রী সবার, তাঁর দেওয়া সাহায্য গ্রহণ করব,' সরকারি সাহায্য নিতে রাজি হলেন শীতলকুচিকাণ্ডে নিহত আনন্দ বর্মণের দাদা। দোষীদের শাস্তি দেওয়ার কথাটা যেন ভুলে না যান মুখ্যমন্ত্রী, প্রতিক্রিয়া বিজেপির। শীতলকুচিকাণ্ডের তদন্তে এবারে মাথাভাঙা (Mathabhanga) থানার আইসিকেও তলব করল সিআইডি। সোমবার সকাল ১০টায় তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। দার্জিলিংয়ের গ্লেনারিজে (Glenary's Restaurant) তৈরি হচ্ছে সেফ হোম। করোনা আক্রান্তদের জন্য সেফ হোম হিসেবে এবার থেকে ব্যবহার করা হবে শৈলশহরের এই ঐতিহ্যবাহী রেস্তরাঁকে। শপথ নিয়েও কার্যত নীরব। বিজেপির (BJP) পরিষদীয় দলের বৈঠকে গরহাজির থেকে সুব্রত বক্সির সঙ্গে সৌজন্য বিনিময়। ফিরছেন তৃণমূলে? যা বলার পরে বলব, মন্তব্য মুকুলের (Mukul Roy)। হুগলিতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রিষড়া পুরসভার উদ্যোগে প্রায় তিন বছর বন্ধ থাকা রিষড়া সেবাসদনে তৈরি করা হয়েছে সেফ হোম, রয়েছে মোট ৫০টি বেড।