Durga Puja 2021: ৫০০ বছরে পা কোচবিহার রাজবাড়ির পুজোর, বড়দেবী রূপে দেবীর আরাধনা | Bangla News

Continues below advertisement

রাজা নেই। নেই রাজত্বও। তারপরও কোচবিহারের প্রায় ৫০০ বছরের এই পুজো আজও দুর্গা এখানে বড়দেবী। শোনা যায়, দুর্গা এখানে বড়দেবী। শোনা যায়, কোচবিহারের মহারাজা নরনারায়ণের আমলে এই পুজোর শুরু। সে সময় রাজবাড়িতেই পুজিত হতেন বড়দেবী। পরবর্তীকালে রাজবাড়ি থেকে ১ কিলোমিটার দূরে তৈরি হয় দেবীবাড়ি মন্দির। মা এখানে রক্তবর্ণা, অসুর সবুজ। অন্য সব জায়গায় যেমন সপরিবারে মা’কে দেখা যায়, এখানে ছবিটা অনেকটাই আলাদা। মায়ের সঙ্গে থাকেন দুই সখী, জয়া ও বিজয়া। এখানে সিংহ ছাড়াও দেবীর বাহন চিতাবাঘ। চতুর্থীতেই এখানে শুরু হয়ে গেছে পুজো।  কথিত আছে, এই পুজোতে একবার নরবলি হয়েছিল। পরে তা বন্ধ হয়ে গেলেও, অষ্টমীর গুপ্তপুজোয় আজও লাগে মানুষের রক্ত। এছাড়া মহিষ, শূকর, পায়রা, মাগুর মাছ বলির রীতিও রয়েছে। এ পুজোর পরতে পরতে চমক। ময়না গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয় দেবী মূর্তির কাঠামো। কোচবিহারের বড়দেবীর পুজোর দায়িত্বে রয়েছে দেবোত্তর ট্রাস্ট। ওই ট্রাস্ট পর্যটন দফতরের অধীনে। তাই এই পুজোর যাবতীয় খরচ মেটায় রাজ্য সরকার।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram