Durga Puja New Guidelines: পুজোর কাজে যুক্তদের টিকাকরণ বাধ্যতামূলক, গাইডলাইন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির

Continues below advertisement

করোনার ভয়ঙ্কর আগমনের পর থেকে আগমনীর আগমনের মজাটাই যেন কিছুটা উবে গিয়েছে। এরই মধ্যে আসছে আর একটা পুজো। এবছর অক্টোবরের ৬ তারিখ মহালয়া। ষষ্ঠী ১১ অক্টোবর। দশমী ১৫ অক্টোবর। আর সবচেয়ে আশঙ্কার কথা হল আইআইটি (IIT) কানপুরের গবেষকদের ভবিষ্যতবাণী বলছে অক্টোবর ও নভেম্বরের মধ্যে ভারতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ। অর্থাৎ পুজোর সঙ্গে করোনার সংঘাতের ফের জোরালো আশঙ্কা। তাহলে কী হবে এবারেরের দুর্গা পুজোর? এই পরিস্থিতিতে করোনা বিধি মেনে পুজোর আয়োজনে উদ্যোগী হচ্ছে ফোরাম ফর দুর্গোৎসব। সমস্ত পুজো কমিটিগুলির উদ্দেশে ১৪ দফার গাইডলাইন জারি করেছে তারা। যার মধ্যে অন্যতম, গতবারের মতো এবারও খোলামেলা মণ্ডপ তৈরি করতে হবে, যাতে বাইরে থেকে প্রতিমা দর্শন করা যায়। ক্লাব সদস্য, শিল্পীরা, ঢাকি, পুরোহিত সবার ভ্যাকসিনেশন করাতে হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram