দুর্গাপুরে জল-হাহাকার, যখন যেমন খুশি টাকায় চলছে পানীয় জল বিক্রি! ব্যারাজ বিপর্যয়ে সঙ্কট চরমে

Continues below advertisement

ব্যারাজ বিপর্যয়ের জেরে দুর্গাপুর পুরসভার প্রায় সবকটি ওয়ার্ডে চরমে জলসঙ্কট। প্রশাসনের তরফে জলের ট্যাঙ্কার ও পানীয় জলের পাউচ বিলি শুরু হলেও, তা পর্যাপ্ত নয় বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, এই সুযোগে বাড়ছে অসাধু কারবার।

চার পেরিয়ে পাঁচ দিন...!
দুর্গাপুর ব্যারাজ বিপর্যয়ের জেরে দুর্গাপুর-আসানসোল ও বাঁকুড়ার একাংশে জল যন্ত্রণা অব্যাহত। বন্ধ পানীয় জল সরবরাহ। চরম জলকষ্টে স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুরের প্রায় সব ওয়ার্ডেই জলসঙ্কট।

পুরসভার তরফে পাঠানো হয়েছে জলের ট্যাঙ্কার। ECL খনি এলাকা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকেও আনা হয়েছে জল। ট্যাঙ্কার গিয়েছে কলকাতা থেকেও। বিলি করা হচ্ছে পানীয় জলের পাউচ। কিন্তু, তা পর্যাপ্ত নয় বলে দাবি বাসিন্দাদের। শুধু তাই নয়, স্থানীয়দের দাবি, দূর থেকে জল আনতে বেশ কষ্ট করতে হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram