লকডাউনে দুধ কিনতে বেরিয়ে সাঁকরাইলে পুলিশের লাঠিপেটায় মৃত্যুর অভিযোগ
লকডাউনে রাস্তায় বেরিয়ে পুলিশের মারে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার বাণীপুরে। মৃতের স্ত্রীর অভিযোগ, সন্ধেয় দুধ কিনতে বেরিয়েছিলেন তাঁর স্বামী। তখন জটলা সরাতে পুলিশ লাঠি চালায়। তাতেই আহত হয় তাঁর স্বামীর মৃত্যু হয়. অন্যদিকে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। হাওড়ার ডিসি সাউথের বক্তব্য, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
Tags :
Youth Died Boy Beaten To Death Sankrail Coronavirus In Bengal Howrah Abp Ananda Police Coronavirus Covid-19