আনন্দ লাইভ: আগামীকাল রাজ্যে J P Nadda-র সভা, নদিয়ায় BJP-র রথযাত্রার অনুমতি দেয়নি জেলা পুলিশ

Continues below advertisement
ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে দরাজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষা থেকে পরিকাঠামোয় ঢালাও বরাদ্দ। কেন্দ্রের সঙ্গে টেক্কা দিয়ে পাঁচ বছরে রাজ্যে ৪৬০০০ কিলোমিটার রাস্তার ঘোষণা। করোনার ধাক্কা সামলাতে পরিবহণ শিল্পে একাধিক ছাড়। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যাত্রীবাহী গাড়ির রোড ট্যাক্স মুকুব। পর্যটন শিল্পকে উৎসাহ দিতে ইনসেনটিভ স্কিম। রাজ্যে ৬০ বছরের উর্ধ্বে হলেই মিলবে পেনশন। করোনা ধাক্কা সামলাতে একাধিক ছাড়েরও ঘোষণা করেছেন। অন্যদিকে, কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। আগামীকাল নদিয়ায় কর্মসূচির সূচনা করবেন তিনি। রথযাত্রা কর্মসূচির সূচনা করার কথা। এছাড়ও জনসভা করার কথা রয়েছে তাঁর। নবদ্বীপে জে পি নাড্ডার (J P Nadda) রাজনৈতিক সমাবেশে অনুমতি দিল কৃষ্ণনগর জেলা পুলিশ। তবে রথযাত্রার অনুমতি এখনও দেওয়া হয়নি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram