‘থুতু দিয়ে ভুল করেছি’, ব্রিটিশ বোলারের ‘অনুশোচনা’, ওয়াইপার দিয়ে স্যানিটাইজ করা হল ক্রিকেট বল

টেস্ট ক্রিকেটের ইতিহাসে বেনজির ঘটনা। ভুল করে ক্রিকেট বলে থুতু লাগিয়ে আম্পায়ারের কাছে ছুটলেন বোলার সিবলি।  বললেন, ভুল করে ফেলেছি। স্যানিটাইজড ওয়াইপার দিয়ে বল ভাল করে মুছে দিলেন আম্পায়ার। করোনা আবহে এমনই দৃশ্যের সাক্ষী থাকল গোটা বিশ্ব। বিরল এই ঘটনা ঘটেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে। কোভিড অতিমারির মধ্যে আইসিসি নিয়ম জারি করেছে থুতু দিয়ে কোনওমতেই বল পালিশ করা যাবে না।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola