ফিল্মস্টার : সুশান্ত-মামলায় বয়ানের সঙ্গে মিলছে না ফরেন্সিক রিপোর্ট, 'সড়ক ২'-এর গানে ডিসলাইকের ঝড়
সুশান্ত-মামলায় বয়ানের সঙ্গে মিলছে না ফরেন্সিক রিপোর্ট। ফের 'সড়ক ২'-এর গানে ডিসলাইকের ঝড়। প্রকাশ্যে এল অভয় দেওল ও পঙ্কজ কপূর অভিনীত 'জেএল ফিফটি'-র টিজার। আত্মজীবনী লিখছেন সইফ আলি খান। লাঠি খেলা দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলেন এক বৃদ্ধা, এবার তাঁর পাশে দাঁড়ালেন সোনু সুদ, তাঁর জন্যে খুলে দিলেন একটি স্কুল। বিনোদন দুনিয়ার আরও অন্যান্য খবরে চোখ রাখতে দেখুন 'ফিল্মস্টার'।
Tags :
JS Fifty Pankaj Kapoor Abhay Deol ABP Live Sadak 2 Sonu Sood Saif Ali Khan Abp Ananda Sushant Singh Rajput Sushant Singh Rajput Death