অসমগামী দূর পাল্লার ট্রেনে আগুন-আতঙ্ক, কামরার নিচ থেকে ধোঁয়া
অসমগামী দূর পাল্লার ট্রেনে আগুন-আতঙ্ক। কোচবিহার জোড়াই স্টেশনে দাঁড়িয়ে ছিল আপ ইন্দোর-কামাখ্যা এক্সপ্রেস। সকাল ১১টা ৫৫ মিনিটে এস সেভেন কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে যায় আরপিএফ, জিআরপি। দ্রুত নামিয়ে আনা হয় যাত্রীদের। রেলের ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে যান। কী কারণে ধোঁয়া, পরীক্ষা করে দেখা হচ্ছে। এখনও জোড়াই স্টেশনে আটকে ইনদওর-কামাখ্যা এক্সপ্রেস।