সামাজিক দূরত্ব শিকেয় তুলে ভিড় রেশন দোকান থেকে বাজারে

Continues below advertisement
বেলেঘাটা আইডি হাসপাতালের পাশেই বেলেঘাটা মেন রোড। আজ সকালে সেখানেই দেখা গেল রেশন দোকানের বাইরে দীর্ঘ লাইন। গ্রাহকরা পরস্পর ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে। রেশন দোকানের কর্মীর দাবি, পুলিশকে বলা হলে তারা এসে সরিয়ে দিয়ে যায়। কিছুক্ষণ পরেই আবার অবস্থা যে কে সেই। করোনা মোকাবিলায় বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। এমনকী, বেলেঘাটা মেন রোডে রেশন দোকানের থেকে কিছুটা দূরেই মাইকে তা নিয়ে প্রচারও চালানো হচ্ছে। অথচ রেশন দোকানে যাঁরা ভিড় করেন, তাঁদের হুঁশ নেই।
উত্তর ২৪ পরগনার আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে গাদামারা হাটে আজ সকাল থেকে উপছে পড়া ভিড়। লকডাউন সত্ত্বেও হাটে ভিড় করেছেন ক্রেতা ও বিক্রেতারা। দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, কেনাবেচার জন্য ক্রেতাদের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি চলে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram