করোনা নিয়ে আজ নবান্নে সর্বদল বৈঠক, জুলাইয়ে বন্ধ কলেজও - শিরোনাম
করোনা নিয়ে আজ নবান্নে সর্বদল বৈঠক। শুধুই লোক দেখানো আলোচনায় যাওয়া, কটাক্ষ বিরোধীদের। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হোক সবাই, দাবি তৃণমূলের। করোনা ওষুধের নাম করে কিছু বিক্রি করতে পারবে না রামদেবের সংস্থা। বিতর্কের মুখে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, তথ্য তলব। পাল্টা আয়ুষ মন্ত্রককে সব জানানোর দাবি পতঞ্জলির।