ছাত্রীর মৃত্যুতে রণক্ষেত্র চোপড়া, গাড়িতে আগুন, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২,২৭৮ – দেখুন ‘শিরোনাম’
ছাত্রীর মৃত্যুতে রণক্ষেত্র চোপড়া। দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ। বিষক্রিয়াতেই ছাত্রীর মৃত্যু, মেলেনি কোনও শারীরিক নিগ্রহের চিহ্ন, চোপড়াকাণ্ডে জানাল রাজ্য পুলিশ। দিতে হবে শুধু জুন মাসের বিল, জানিয়ে দিল সিইএসসি কর্তৃপক্ষ। রাজ্যে একদিনে রেকর্ড করোনা সংক্রমণ, আক্রান্ত ২ হাজার ২৮৭। কলকাতাতেই একদিনে সংক্রমিত ৬৬২ জন। করোনায় মৃত্যু প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর, আইসোলেশনে গোয়েন্দা প্রধান। দেশে শুরু গোষ্ঠী সংক্রমণ, দাবি আইএমএ-র। দমদম থানা এলাকায় আজ থেকে পুরো লকডাউন। ‘বাংলা করোনার হাব’, কটাক্ষ দিলীপ ঘোষের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি।
Tags :
Uttar Dinajpur ABP News Live Bengali Chopra Headlines ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda Cesc Dilip Ghosh