হ্যালো ভিআইপি: উত্তম কুমার হতে চেয়েছিলেন আপনি? 'পোসেনজিত' থেকে 'প্রসেনজিৎ' হলেন কীভাবে? আপনি নাকি বাংলা ফিল্ম জগতের গডফাদার? অকপট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
নবাগত সৃজিত মুখোপাধ্যায়ের চিত্রনাট্যকে কেন হ্যাঁ করেছিলেন তিনি। উত্তম কুমার না সৌমিত্র, কে তাঁর কাছে সেরা? অটোগ্রাফ ছবি, টলিউড এবং বাংলা ছবির দর্শক নিয়েও হ্যালো ভিআইপিতে অকপট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।