নৈহাটিতে বাজেয়াপ্ত বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, কেঁপে উঠল চুচুঁড়াও
নৈহাটিতে বাজেয়াপ্ত বাজি পুলিশ নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ। গঙ্গার রামঘাটে পুলিশ বাজি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ। নৈহাটি ছাড়াও কেঁপে উঠল চুচুঁড়া। প্রতিবাদে পুলিশের গাড়িতে আগুন। ৩ তারিখ নৈহাটির দেবকে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৪জনের মৃত্যু হয়। তারপরেই বেআইনি বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। গঙ্গার পাড়ে পুলিশ সেই বাজেয়াপ্ত বাজি নিষ্ক্রিয় করার সময়ই বিস্ফোরণ।