
'সুশান্ত আত্মহত্যা করেছেন বিশ্বাস করি না, দ্রুত তদন্ত শেষ করুক সিবিআই,' দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
Continues below advertisement
এনসিবি যেমন তদন্ত করছে করুক কিন্তু সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে, দাবি কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের। তিনি বলেন, "ড্রাগ সমাজকে নষ্ট করছে, ড্রাগ নিয়ে এনসিবির তদন্তকে আমি স্বাগত জানাই। তবে সিবিআইকে সুশান্তের মৃত্যু তদন্ত এবার তাড়াতাড়ি শেষ করতে হবে। তাঁর মতো একজন জনপ্রিয় অভিনেতা আত্মহত্যা করেছেন বলে আমি বিশ্বাস করিনা।"
Continues below advertisement
Tags :
SSR Suicide Ramdas Atwal Sushant Singh Rajput Death Probe ABP Live CBI Central Minister Abp Ananda NCB Sushant Singh Rajput Drugs