সম্পত্তি-বিবাদে বরানগরে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেফতার জা
Continues below advertisement
বরানগরের লেকভিউ এলাকায় সম্পত্তি-বিবাদে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ দেওরের পরিবারের বিরুদ্ধে। গ্রেফতার জা। অভিযোগ, সম্পত্তি নিয়ে স্থানীয় বাসিন্দা শ্যামলী দাসের পরিবারের সঙ্গে দেওরের পরিবারের বিবাদ চলছিল।শনিবার তা চরমে ওঠে। ছোট জা সুস্মিতা শ্যামলীকে পুড়িয়ে মারার হুমকি দেন। রবিবার বাড়িতে একাই ছিলেন ওই বধূ। সেই সুযোগ নিয়ে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অগ্নিদগ্ধ অবস্থায় বছর আটচল্লিশের ওই বধূকে ভর্তি করা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল তাঁর মৃত্যু হয়। সোমবার অভিযুক্ত জাকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক।
Continues below advertisement