বাড়িতে বসে রিয়্যালিটি শোয়ের শ্যুটিং যিশু সেনগুপ্ত, জিত্ গঙ্গোপাধ্যায়, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানুর
নিজের নিজের বাড়িতে বসে রিয়্যালিটি শোয়ের শ্যুটিং? হ্যাঁ। লকডাউনের জন্য স্টুডিও পাড়ায় শ্যুটিং বন্ধ থাকলেও ‘সুপার সিঙ্গার’-এর সঞ্চালক যিশু সেনগুপ্ত, বিচারক জিত্ গঙ্গোপাধ্যায়, কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানু বাড়িতে বসে মোবাইল ক্যামেরাতেই শ্যুটিং সেরেছেন। তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগ দিয়েছেন প্রতিযোগীরাও। এই রিয়্যালিটি শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়।
হয় মা নয় বউমায় নিয়মিত ইমেল পাঠান দর্শকেরা। আজ বাড়িতে বসেই দর্শকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ‘করুণাময়ী রানি রাসমণি’-র রাসমণি, ধারাবাহিক ‘নেতাজি’-র প্রতাপ এবং ‘কী করে বলব তোমায়’-এর সোহিনী।
হয় মা নয় বউমায় নিয়মিত ইমেল পাঠান দর্শকেরা। আজ বাড়িতে বসেই দর্শকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ‘করুণাময়ী রানি রাসমণি’-র রাসমণি, ধারাবাহিক ‘নেতাজি’-র প্রতাপ এবং ‘কী করে বলব তোমায়’-এর সোহিনী।
Tags :
Kavita Krishnamurthy Jeet Ganguly Kumar Sanu Jisshu Sengupta Reality Show Abp Ananda Shooting Lockdown Covid-19