Sarsuna: সরশুনায় ধারাল অস্ত্রের কোপ, অন্তত ৬জন আহত, ২জনের অবস্থা আশঙ্কাজনক
সরশুনায় ধারাল অস্ত্রের কোপ, অন্তত ৬জন আহত। রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ। গ্রেফতার অভিযুক্ত, আহতদের ভর্তি করা হল বিদ্যাসাগর হাসপাতালে। ধারাল অস্ত্রের কোপ, আহত ৬জনের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। উত্যক্ত করাতেই ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ, দাবি স্থানীয়দের একাংশের।
Tags :
Injured Attacks Behala Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News