কলকাতায় কমেছে শীতের দাপট, ঘন কুয়াশার চাদরে বিঘ্ন উড়ানে

Continues below advertisement
সকাল থেকে কলকাতা বিমানবন্দর, সল্টলেক সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন কুয়াশা।তার জেরে ১৮টি বিমানের ওঠানামায় দেরি। সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারে। এর প্রভাব পড়ে বিমান চলাচলে। সকাল ৮টা নাগাদ দৃশ্যমানতা ৩০০ মিটার হওয়া সত্ত্বেও ১৮টি বিমান দেরিতে ওঠানামা করে। বিশেষ ল্যান্ডিং ব্যবস্থা, ক্যাট টু প্রযুক্তি ব্যবহার করে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা করছে।
কয়েকদিন ধরে ব্যাট হাঁকিয়ে, আবার ঢিমেতালে শীত। কলকাতায় কমেছে শীতের দাপট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে ঢুকছে। তার ফলে উত্তুরে হাওয়া বাধা পাবে। সেই কারণে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় কুয়াশা বাড়তে পারে। যদিও গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। গতকালও তা ছিল ৫ ডিগ্রির নিচে। তাই পারদ ঊর্ধ্বমুখী হলেও, দিনে শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram